ব্রিগেডিয়ার আযমীর বরখাস্ত আদেশ বাতিল
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্ত আদেশ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। আযমী বিষয়টি নিশ্চিত করেছেন।বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে আমান আযমী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে তার সব সুযোগ-সুবিধা পাবেন।ব্রিগেডিয়ার আযমীকে ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা সময়ের সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন।তিনি এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২০১৬ সালে ব্রিগেডিয়ার আযমীকে গুম করে আয়নাঘরে অন্তরীণ করে রাখা হয়। ২০২৪ সালের আগস্ট বিপ্লবের পর জনাব আমান আযমী মুক্তি লাভ করেন। গুম থাকা আট বছর তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি বলে জানান।উল্লেখ্য, ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আযমী সেনাবাহিনীতে সোর্ড অব অনার পাওয়া একজন চৌকস কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে হওয়ার কারণে প্রাপ্য পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত হন। একই কারণে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত ও পরে গুমের শিকার হতে হয় বলে জানা যায়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।