সাফজয়ী কোচ গোলাম রব্বানীকে ফেরাচ্ছে বাফুফে
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশের নারী ফুটবলে সেরা সাফল্যটা এসেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ মুকুট জিতিয়েও বাফুফের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। তবে আশার কথা, নতুন করে আবারও এই কোচকে ফেরানোর কথা ভাবছে বাফুফে।বছর না ঘুরতেই আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরছেন সফল কোচ গোলাম রব্বানী। তবে এবার সাবিনাদের নয়, এলিট একাডেমির কোচ হিসাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি।তিনি বলেন, ‘গোলাম রব্বানীকে এলিট একাডেমির কোচ হওয়ার প্রস্তাব আমরা দিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’১৪ বছর জাতীয় নারী ফুটবল দলের কোচ ছিলেন গোলাম রব্বানী। তার অধীনে সিনিয়র সাফসহ অসংখ্য শিরোপা জিতেছেন দেশের নারী ফুটবলাররা। গত বছর জুনে সাবিনাদের ছেড়ে সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।