মহম্মদপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
সর্দার মোঃ রুবেল ইসলাম, উপজেলা প্রতিনিধি মোহাম্মদপুর, মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকার রাজাপুরের রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামাল মৃর্ধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর আলী মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. রইচ উদ্দিন, নজরুল ইসলাম, এ্যাডভোকেট সোহেল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুজ্জামান মিল্টন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রানু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান টুকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব সিকদার, সাবেক ছাত্রনেতা গোলাম মোর্শেদ শিপলু, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মেজর আলী খাঁন, ছাত্রনেতা রাজিব সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।