রাজধানী থেকে অপহরণ, শিবগঞ্জ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
অনলাইন নিউজ ডেক্স
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অপহরণের ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ওমর ফারুক আব্দুল্লাহ (২৫) নামের ওই অপহৃত যুবককে উদ্ধার করা হয়।তিনি রাজধানীর কাকরাইল থেকে অপহৃত হন। তার বাড়ি পিরোজপুরের সাতকানিয়া এলাকায় এবং তিনি রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করেন।স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, রাত ১০টার দিকে উপজেলার মুসলিমপুর বাজারের রাস্তার পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় ওই যুবক পানি পান করতে চান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তাকে উদ্ধার করে।এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। তখন যুবককে হাত-পা ও চোখ বাঁধা ছিল। পরে চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া যুবকের এক আত্মীয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে অপহৃত হন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।