টঙ্গিবাড়ীতে টিনের ঘরের বেড়া কেটে একরাতে ৩ ঘরে দূধর্ষ  চুরি।


টঙ্গিবাড়ীতে টিনের ঘরের বেড়া কেটে একরাতে ৩ ঘরে দূধর্ষ  চুরি।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একরাতে ৩ ঘরের বেড়া কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্নলংঙ্কার ও মূল্যবান কাপড় চোপড় চুরী করে নিয়ে গেছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন।শুক্রবার গভীর রাতে উপজেলার পাচঁগাঁও  গ্রামের হাসেম সৈয়াল, আনু সেখ ও কল্যান সিংহের ঘরে এই দূর্ধষ চরির ঘটনা ঘটে।  এ সময় চোরেরা ঘরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান কাপড় চোপড় চুরি করে নিয়ে গেছে। স্থানীয় কল্যান সেখ বলেন,আমি ঘটনার রাতে ঢাকায় ছিলাম। আমার মা ও বোন জামাই বাড়িতে ছিল। গভীর রাতে চোরেরা আমার ঘরের টিন কেটে ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা ও মূল্যবান কাপড় চোপড় নিয়ে গেছে। পরে ভোড় বেলায় আমার মা ঘুম থেকে উঠে দেখে আলমারী ভাঙ্গা মূল্যবান কাপড় চোপড় টাকা নেই।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এসআই সৈকত দৈনিক ডোনেট বাংলাদেশকে বলেন,থানায় অভিযোগের প্রেক্ষিতে আমি দুই বাড়িতে গিয়েছিলাম।গিয়ে দেখি ঘরের বেড়ার টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন চোরেরা তাদের কিছু স্বর্ণালংঙ্কার, মূল্যবান কাপড় চোপড় ও বিদেশি কসমেটিক নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।