মিশিগানে স্মৃতিচারণ নেচে গেয়ে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন


মিশিগানে স্মৃতিচারণ নেচে গেয়ে বিশ্ব ভালবাসা দিবস উদযাপন
প্রিয় মাতৃভূমি স্বদেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর এক প্রান্তে থাকলেও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা ভুলে যাননি বিশ্ব ভেলেন্টাইস ডে বা ভালবাসা দিবসের সেই আনন্দ ঘন মুহূর্ত দিনগুলোর কথা |মিশিগান অঙ্গরাজ্যে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই দিবসটি পালন করতে রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয় এ জড়ো হয়েছিলেন। শুধু বর্তমান নয়, এক সময়ের প্রেমিক- প্রেমিকারাও |যাদের অধিকাংশই এখন স্বামী-স্ত্রী, কেউ বা সন্তানের বাবা-মা, আবার কেউ এখন বয়সের ভারে নুহ্য | আবার কেউবা ভাই-বোন বা আত্মীয় স্বজন। তারপরও কেউ বসে ছিলেন না, যৌবনের সেই ভালবাসার দিনগুলো নিয়ে স্মৃতিচারণ, ফিস ফিস করে একে অপরের সঙ্গে কানে কানে কথা বলা আর অপরূপ ভঙ্গিতে গান, নাচের তালে তালে নিজেদেরকে আনন্দ উল্লাসে ভালবাসা দিবসটিকে প্রাণবন্ত করে তুলতে |সন্ধ্যায় মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দার্শনিক ড. দেবাশীষ মৃধার জন্মদিন ও ভালবাসার দিনগুলোকে স্মরণ করে এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত কেক কাটার মধ্য দিয়ে এবারের বিশ্ব ভালবাসা দিবসটি পালনের আনুষ্ঠানিক সূচনা ঘটে | তারপরই আকর্ষনীয় খেলাধুলা, নাচ-গান ছাড়াও সকলেই মেতে উঠে ব্যাপক আনন্দ উল্লাসে।এসময় চমৎকার কণ্ঠের অধিকারী একের পর এক নর-নারীর গাওয়া জনপ্রিয় গানের সঙ্গে সঙ্গে দর্শকরাও এই খেলা উপভোগ করতে থাকেন |

সর্বশেষ :