মুম্বাই-দিল্লির অফিস বন্ধ করল টুইটার


মুম্বাই-দিল্লির অফিস বন্ধ করল টুইটার
জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার ভারতে অবস্থিত তাদের তিনটি অফিসের মধ্যে দিল্লি ও মুম্বাইয়ে অবস্থিত অফিস বন্ধ করে দিয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, খরচ কমাতে ও সংস্থাটির আর্থিক পরিস্থিতি একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে আসতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। টুইটার এখন শুধুমাত্র তাদের ব্যাঙ্গালুরু অফিস চালু রেখেছে যেখানে শুধূমাত্র ইঞ্জিনিয়াররা কাজ করছেন।উল্লেখ্য়, গত অক্টোবরে মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। তবে মাস্কের টুইটার কেনার পর থেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি। পিছু হটছেন বিজ্ঞাপনদাতারাও। টুইটারকে লাভজনক বানাতে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন, যারমধ্যে অন্যতম হল টুইটারের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই। এছাড়া বন্ধ করে দিয়েছেন অনেক অফিস। তাতেও খুব বেশি লাভ হয়নি।ইতোমধ্যে টুইটারের সান ফ্রান্সিসকো এবং লন্ডন অফিসে প্রায় কয়েক মিলিয়ন ডলার অফিস ভাড়া বকেয়া পড়ে। ভাড়া পরিশোধে কয়েকবার টুইটারকে নোটিশও দেয়া হয়েছে। অর্থের যোগান দিতে কয়েকদিন আগে সান ফ্রান্সিসকো অফিসের ভেতর ফার্ণিচারও নিলাম করে বিক্রি করেছে সংস্থাটি।সূত্র: এনডিটিভি