অপহৃত হওয়ার ৭০ বছর পর পরিবারে
অনলাইন নিউজ ডেক্স
মার্কিন নাগরিক লুইস আরমান্দো আলবিনো। ১৯৫১ সালে ছিলেন বালক। ওই বছরের ২১ ফেব্রুয়ারি তাকে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট ওকল্যান্ডের এক পার্ক থেকে অপহরণ করা হয়।
সেদিন তিনি এক ভাইয়ের সঙ্গে বাইরে খেলা করছিলেন। কিন্তু একজন নারী তাকে মিষ্টির লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যায়। তারপর থেকে আরমান্দো আলবিনো নিখোঁজ ছিলেন।
এই জুনে তার বয়স হয়েছে ৭৯ বছর। তিনি পরিবারের কাছে এত বছর পরে ফিরে এসেছেন। এ সময় হাসি আনন্দে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয় তার পরিবারে। কমপক্ষে ৭০ বছর আগে তখনকার ৬ বছর বয়সের আলবিনোকে অপহরণ করা হয়। তারপর থেকে পরিবারের সদস্যরা হন্যে হয়ে তাকে খুঁজেছেন। কিন্তু কোথাও হদিস মেলেনি।
অবশেষে যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে তার সন্ধান মিলেছে। তিনি জীবিত আছেন। তিনি নিখোঁজ হওয়ার পর কয়েক দশক পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেয়েছেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।