চালককে ছুরি দিয়ে গলায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের বড়াইগ্রামে আবু তালেব (৪৫) নামে এক ভ্যানচালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া চার্জার ভ্যান ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
শনিবার(১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হারোয়া পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন-
বাগাতিপাড়া উপজেলার পেরাবাড়িয়া গ্রামের আইয়ুব আলীরর ছেলে আশরাফুল হক আবু (৩২), বড়াইগ্রাম উপজেলার কাটাসকোল গ্রামের আল আমিনের ছেলে মো : নাসিম (১৬) এবং একই উপজেলার হারোয়া পূর্বপাড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ সুরুজ (১৯)।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চারজন পুরুষ যাত্রী নিয়ে রামাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে রামাগাড়ী বাঁশের ঝাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ওই চারজন ছিনতািকারী ভ্যানচালক আবু তালেবের গলায় ধারালো ছুরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ছিনতাইকারীরা চার্জার ভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার বিষয়ে তদন্ত ও অনুসন্ধান শুরু করে।
এক পর্যায়ে তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম ও লালপুর থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে শনিবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়। এঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
রোববার সকালে অভিযুক্ত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।