সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ


সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত সাত জেলায় ‘বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ’ কর্মসূচি পালিত হয়েছে। দলটির নেতাকর্মীরা সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

এ সময় তিনটি বাস, একটি পিকআপ ভ্যান ও একটি নৌকায় আগুন দেওয়া হয়। এর মধ্যে মানিকগঞ্জের শিবালয়ের একটি স্কুলবাসে আগুনে চালক দগ্ধ হয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে পুড়ল ৩১টি যানবাহন।

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

তিন বাস ও এক পিকআপে আগুন
বরগুনার আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত রুস্তম আলী গাজীর বাড়ির সামনের সড়কে থেমে থাকা স্বর্ণা পরিবহনের বাসে বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই এটি ছাই হয়ে যায়।
বাসটির চালকের সহকারী মো. রাব্বি জানান, তিনি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। আগুন টের পেয়ে কোনো রকমে প্রাণে বেঁচেছেন। বাসটির মালিক শহীদুল ইসলাম বলেন, সহকারীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে শুধু কঙ্কালের মতো লোহার খাঁচা পেয়েছি। সব সম্বল দিয়ে বাসটি কিনেছি। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরের বক্তারপুরে বৃহস্পতিবার রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলে এসে চার যুবক ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। বাসটির মালিক টুটুল মিয়া বলেন, কেউ হয়তো শত্রুতা করে আগুন দিয়েছে। থানায় অভিযোগ দিয়েছি।

মানিকগঞ্জের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি স্কুলবাসে আগুন দেওয়া হয়। এতে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান দগ্ধ হয়েছেন। তাঁকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা জেলার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সড়কের পাশে পার্ক করা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংপুর সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সড়কে বিক্ষোভ, রেললাইনে আগুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাতশালা রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে। এতে ১৫ মিনিট আটকা পড়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গত বুধবার গভীর রাতে একই স্টেশনের দুবলা এলাকায় রেললাইনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

অন্যদিকে আখাউড়া-কসবা সড়কের মোগড়া সেতুর ওপর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ওসি ছমির উদ্দিন জানান, এ ধরনের কোনো বিক্ষোভের খবর তাদের জানা নেই।

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন এলাকায় নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বৃহস্পতিবার রাতের এ আগুনে স্মৃতিস্তম্ভের কাঠামোর কোনো ক্ষতি হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাতে মুখ ঢেকে এক ব্যক্তি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। তবে তাঁকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিকলীতে ট্রলারে আগুন
কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে একটি নৌকা সম্পূর্ণ পুড়ে যায়। আরেকটি নৌকা আংশিক পুড়েছে। নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদরের মহরকোনা-সংলগ্ন কামালপুর সেতুর নিচে এ ঘটনা ঘটে।

জেনেভা ক্যাম্প থেকে ৩৫ ককটেল উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি ককটেল ও তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া যায়। পরে ডিএমপির বম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

পুড়ল ছাত্রলীগ নেতার বাড়ি
ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ করেছেন ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পি। তিনি জানান, মায়ের চিকিৎসার জন্য তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে কে বা কারা শুক্রবার ভোরে আগুন দিয়েছে। টাকা, গহনা, আসবাবসহ মূল্যবান সম্পদের ক্ষতি হয়েছে।
ওসি সেলিম উদ্দিন জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় ডিবির লালবাগ বিভাগ। সংস্থাটি বলছে, নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে পটুয়াখালীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ গত সোমবার থেকে চার দিনে ৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সদরে আট, দুমকীতে চার, মির্জাগঞ্জে চার, বাউফলে ১০, দশমিনায় ১১, গলাচিপায় ছয়, কলাপাড়ায় ১১ ও রাঙ্গাবালীতে ১০ জন রয়েছেন। আর বুধবার বাসে আগুন দেওয়ার মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস, জেলা ও উপজেলা প্রতিনিধি)