সিরাজদিখান বাবা-ছেলের হামলায় যুবক আহত।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বাবা ছেলের হামলায় যুবক আহত হয়েছে। এ ঘটনায় আহত জাকির হোসেন এর স্ত্রী সিরাজদিখান থানা একটি অভিযোগ দায়ের করেছে।রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ভুক্তভোগী জাকির হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।অভিযোগ সুত্রে জানাযায় রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের জাকির হোসেনের সাথে আইয়ুব খানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধর জের ধরে সকাল সাড়ে ১০ টার দিকে সীমানার একটি গাছ নিয়ে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে আইয়ুব খান তার ছেলে রুবেল উত্তেজিত হয়ে জাকির হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে। এ সময় জাকির হোসেনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবা ছেলে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকী দিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। আহত স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: মোক্তার হোসেন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।