এই শীতে কোথায় ঘুরতে যাবেন?


দীর্ঘ ২ বছর পর শীতকাল এসেছে ঠিক আগের মত উৎসবের আমেজ নিয়ে। করোনা মহামারির প্রকোপ কমার পর এই প্রথম শীতের সম্পূর্ণ আবহ উপভোগ করতে পারছে দেশব্যাপী মানুষ। কন্সার্ট, মেলা, পালা পার্বণ ইত্যাদির পাশাপাশি আর যেই জিনিষটার জনপ্রিয়তা এখন তুঙ্গে, তা হল ভ্রমণ। বেশিরভাগ মানুষই সারাবছরের ছুটিগুলো জমিয়ে রাখেন শীতকালে বড়সড় একটা ট্যুর পরিকল্পনা করার জন্য। এই বছর বিদেশভ্রমন সংক্রান্ত বিধিনিষেধগুলো সব উঠে যাওয়ায় মানুষের উত্তেজনাও অনেক বেশি। তবে বড়সড় ভ্রমণের জন্য দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তাই ভিসা, ফ্লাইট, হোটেল ইত্যাদি সব মিলিয়ে শীতকালের ভ্রমণ পরিকল্পনা শুরু করা দরকার অক্টোবর মাস থেকেই। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে জনপ্রিয় ভ্রমনের মাসগুলোর জন্য সবকিছু পূর্বপরিকল্পিত হলে ভ্রমণটাও ভালো যাবে। ভ্রমণের এই মৌসুমে কিভাবে, কোথায়, কখন যাবেন- সেইসব টিপস নিয়ে আমাদের আজকের আলোচনা। দেশ বিদেশ সবজায়গায় দীর্ঘদিন পর বাধাহীন ভ্রমণ সম্ভব হওয়ায়, বিদেশ ভ্রমণের জনপ্রিয়তাটা এখন আগের তুলনায় অনেক বেশি। বাজেটের মাঝে ঘুরতে চাইলে কাছাকাছি জনপ্রিয় গন্তব্যগুলো হল ইন্ডিয়া, নেপাল কিংবা থাইল্যান্ড। খরচের হিসাব আরেকটু বেশি থাকলেই পরিকল্পনা হতে পারে মালদ্বীপ, তুরস্ক ইত্যাদি দেশ ঘুরে আসার। ইন্ডিয়া অথবা নেপালে অনেকে সড়কপথেই চলে যাওয়ার বন্দোবস্ত করেন। কিন্তু প্রক্রিয়াটা অত্যধিক ধকলে পরিপূর্ণ। আবার এতে সময়ও লেগে যায় বেশ কিছুদিন। তাই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সাধারণত ফ্লাইটের বিকল্প নেই। ফ্লাইট ব্যাপারটা আবার বেশ ব্যয়বহুল। অনেকেরই ঘুরতে যাওয়ার জন্য এতো বাজেট থাকেনা। ভ্রমণের মৌসুমে ফ্লাইটের দামটাও অনেক পরিবর্তনশীল থাকে। তাই আগে বুকিং করাটা শ্রেয়। এক্ষেত্রেও টাকা হাতে না থাকার কারণে অনেকে ভ্রমণের পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হন। এই সমস্যার সমাধান করতে প্রযুক্তিগত নতুন সমাধান- ০% ই এম আই। ই এম আই সুবিধা ব্যবহার করে এখনি ঘুরতে যেয়ে, টাকা পরিশোধ করা সম্ভব সুবিধামত সময় নিয়ে। কিস্তিতে টাকা পরিশোধ করার সুবিধা থাকায় এককালীন আর্থিক চাপটা একেবারেই কমে যায়। ই এম আই ব্যবহারের জন্য ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। তবে ক্রেডিট কার্ড না থাকলেই সমস্যা নেই, ট্রাভেল লোনও এখন বেশ জনপ্রিয়। ০% ই এম আই হোক কিংবা ট্রাভেল লোন দুই ধরনের সুবিধাই আপনি পেয়ে যাবেন গোযায়ান এ। বর্তমানে গোযায়ান ই একমাত্র অনলাইন ভ্রমণবিষয়ক প্লাটফর্ম যেখানে ফ্লাইটের ক্ষেত্রে ০% ই এম আই সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে ঘুরতে যাওয়ার পথে এখন আর কোন বাধা নেই। অনেকের জীবনেই ঘুরতে যাওয়ার ভূমিকা কিছুটা আলাদা। জনপ্রিয় ভ্রমণের গন্তব্যগুলোর বদলে, কিছু মানুষের গন্তব্য ঠিক করতে হয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে। বিশ্বায়নের কারণে কাজ হোক বা বিনোদন ভ্রমণের প্রয়োজনীয়তা জীবনের প্রতিটি খাতে ঢুকে গিয়েছে। চাকরি, ব্যবসা, পড়াশুনার অথবা আপনজনদের সাথে দেখা করার জন্যও দূর দূরান্তের দেশে যাওয়া প্রয়োজন পড়ে আজকাল। এসব ফ্লাইটে যাত্রার সময় থাকে প্রায় ১৫-২২ ঘণ্টা। মাঝে যাত্রাবিরতিতে আবার প্রয়োজন হয় বিভিন্ন দেশে থামার। এখানে পুনরায় লাগেজের হস্তান্তর হয় এক ফ্লাইট থেকে আরেক ফ্লাইটে। দূরপাল্লার এই ফ্লাইটগুলোতে তাই মানুষ নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দেয়। নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখে গোযায়ান নিয়ে এসেছে বাংলাদেশে প্রথমবারের মত লাগেজ সুরক্ষা। বিদেশী প্রতিষ্ঠান \'ব্লু রিবন ব্যাগস\' এর সহযোগিতার মাধ্যমে এই সেবাটি দেশে আনতে সক্ষম হয়েছে গোযায়ান। যেকোন হারানো লাগেজের জন্য যাত্রীরা এখন লাইভ ট্র্যাকিং সুবিধাসহ পেতে পারবেন ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। তাছাড়া আছে ফ্লাইট বুকিং এর সাথে কোভিড টেস্ট এবং ভ্রমণ বিমা নেওয়ার সুবিধা তো আছেই। ফ্লাইট ঠিক হওয়ার পরই আসে হোটেল ঠিক করার পালা। বাংলাদেশ থেকে বিদেশী হোটেল বুক করতে অনেকেই অনেক ঝামেলার সম্মুখীন হন। প্রথমতই বাংলাদেশের পর্যটন শিল্প মূলত অফলাইনে চালিত হওয়ার কারণে হোটেল বুক করার ক্ষেত্রে বিকল্প খুবই কম পাওয়া যায়। অফলাইন এজেন্সির মাধ্যমে বুকিং করলে হোটেলের ছবি, সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে খুবই ক্ষীণ ধারনা পাওয়া যায়। অনলাইনে বিভিন্ন বিদেশী ওয়েবসাইট ঘাটাঘাটি করলেও, পেমেন্ট করতে যেয়ে থমকে যেতে হয়। কারণ এসব ওয়েবসাইটে বিপুল সংখ্যক হোটেলের ছবিসহ সবধরনের সুযোগ সুবিধার তালিকা থাকলেও, পেমেন্ট করতে হয় বিদেশী ক্রেডিট কার্ড অথবা ডলার এন্ডোরস্মেন্টসহ ক্রেডিট কার্ডের মাধ্যমে। অথচ আমাদের দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা একেবারেই নগণ্য। আবার গন্তব্যে পৌঁছে পেমেন্ট করার ক্ষেত্রেও মুদ্রা পরিবর্তন করতে হবে ২ বার। ফলে এখানে বেশ খানিকটা লোকসান হওয়া নিশ্চিত। এই সমস্যার সমাধান করতে বাংলাদেশে প্রথমবারের মত প্রায় ৭,০০,০০০ হোটেলের বিশাল সমাহার নিজেদের ওয়েবসাইটে এনেছে গোযায়ান। এখন নিজ দেশি ওয়েবসাইট থেকে অনলাইনে পছন্দ করতে পারবেন সেরা হোটেলটি আর পেমেন্ট করতে পারবেন দেশে প্রচলিত যেকোন মাধ্যম ব্যবহার করে। এই শীতের ভ্রমণটা যেন ঠিকঠাক ভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা শুরু করুন এখনি। ভ্রমণের ক্ষেত্রে এখন আর কোন বাধা নেই।