এক কেন্দ্রেও জয় পাননি পরাজিত চার প্রার্থী


ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১২৮টি ভোটকেন্দ্রের একটিতেও জয়ী হতে পারেননি পরাজিত চার মেয়রপ্রার্থী। তারা যেসব কেন্দ্রে ভোট দিয়েছেন, সেসব কেন্দ্রেও হেরে গেছেন। সব কেন্দ্রেই অন্যদের চেয়ে বেশি ভোট পেয়েছেন নবনির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। সার্বিক ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। তবে ১১৬টি ভোটকেন্দ্রে দ্বিতীয় অবস্থানে আছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কী। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ১২টি ভোটকেন্দ্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এ সিটি করপোরেশনের ১২৮টি ভোটকেন্দ্রের ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এ নির্বাচনে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। বাকি চারজন প্রার্থী মিলে পেয়েছেন ৪৯ হাজার ৩৪৪ ভোট। তাদের মধ্যে সাদেকুল হক খান মিল্কী ৩৫ হাজার ৭৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। অন্য তিন প্রার্থীর মধ্যে এহতেসামুল আলম ১০ হাজার ৭৭৩, মো. রেজাউল হক খান ১ হাজার ৪৮৭ এবং শহিদুল ইসলাম স্বপন মন্ডল ১ হাজার ৩২১ ভোট পেয়েছেন। নির্বাচনে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ ভোটের মধ্যে পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৩৯ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৪৯১ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৯৪৮টি। ভোট পড়ার হার ৫৬.৩০ শতাংশ। যদিও এ নির্বাচনে ‘অর্থের প্রভাব’ ও ‘নির্বাচনি গেম’ হয়েছে বলে অভিযোগ করেন সাদেকুল হক খান মিল্কী ও এহতেসামুল আলম। তবে ওই অভিযোগ অস্বীকার করেন ইকরামুল হক টিটু। শান্তিপূর্ণ নির্বাচনে জনগণের রায়ে তিনি নির্বাচিত হয়েছেন বলেও দাবি করেন। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণে আরও দেখা যায়, এ নির্বাচনে ভোট পড়ার গড় হার ৫৬.৩০ শতাংশ। ১৫টি ভোটকেন্দ্রে ৭০ থেকে ৮৭.৪৯ শতাংশ ভোট পড়েছে। ২৪টি ভোটকেন্দ্রে ৬১ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। বাকি কেন্দ্রগুলোয় ৬০ শতাংশের কম ভোট পড়েছে। ভোট পড়ার হার সবচেয়ে বেশি ফকিরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে সর্বোচ্চ ৮৭.৪৯ শতাংশ ভোট পড়েছে। ওই কেন্দ্রে ১ হাজার ২৩ জন ভোটারের মধ্যে ৮৯৫টি ভোট পড়েছে। এর মধ্যে ৫৪৮টি ভোট পেয়েছেন ইকরামুল হক টিটু। ২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এহতেসামুল আলম। এ কেন্দ্রে সাদেকুল হক খান মিল্কী ৪৫, শহিদুল ইসলাম স্বপন মন্ডল ৩৬ এবং মো. রেজাউল হক খান ৯ ভোট পেয়েছেন। অপরদিকে সবচেয়ে কম ২৯.৫৩ শতাংশ ভোট পড়েছে নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবনের উত্তর পাশে) কেন্দ্রে। এ কেন্দ্রে ২ হাজার ৯২৯ ভোটারের মধ্যে ৮৬৫ ভোট পড়েছে। এর মধ্যে ৭০৪ ভোটই পেয়েছেন ইকরামুল হক টিটু। ১১২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে সাদেকুল হক খান মিল্কী। কেন্দ্রভিত্তিক ফলাফলে আরও দেখা যায়, কালিবাড়ী রোডের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয় (দক্ষিণ পাশের ভবন) কেন্দ্রে ভোট দেন ইকরামুল হক টিটু। ওই কেন্দ্রে পড়া ১ হাজার ৮৪৪ ভোটের মধ্যে ১ হাজার ৬৯০টি পেয়েছেন টিটু। এ কেন্দ্রে সাদেকুল হক খান মিল্কী পেয়েছেন ১৩১ ভোট। আর এহতেসামুল আলম ১৫, শহিদুল ইসলাম স্বপন মন্ডল ৩ এবং মো. রেজাউল হক খান ৫ ভোট পেয়েছেন। ৩ হাজার ৭৭ ভোটারের এ কেন্দ্রে ভোট পড়েছে ১ হাজার ৮৪৭টি। তিনটি ভোট বাতিল হয়েছে। ভোট পড়ার হার ৬০.০৩ শতাংশ। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ৫৭ নম্বর এডওয়ার্ড ইনস্টিটিউট (দ্বিতীয় ও তৃতীয় তলা, কেন্দ্র-১) কেন্দ্রে ভোট দেন সাদেকুল হক খান মিল্কী। এ কেন্দ্রে তিনি ৫১৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। সর্বোচ্চ ৬৮২ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইকরামুল হক টিটু। বাকি তিন প্রার্থীর মধ্যে এহতেসামুল আলম ২১, মো. রেজাউল হক খান ৩ এবং শহিদুল ইসলাম স্বপন মন্ডল ৪ ভোট পেয়েছেন। ২ হাজার ১৯৬ ভোটারের এ কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ২২৪টি। ভোট পড়ার হার ৫৬.০১ শতাংশ। কে সি রায় রোডের মুসলিম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ (কলেজ ভবন) কেন্দ্রে ভোট দেন এহতেসামুল আলম। নিজ কেন্দ্রে ১৭১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। এ কেন্দ্রে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ হাজার ১৯৬ ভোট। সাদেকুল হক খান মিল্কী ১২১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এ কেন্দ্রে ২ হাজার ৫৬১ ভোটারের মধ্যে ১ হাজার ৫১০ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৫৮.৯৬ শতাংশ। শহিদুল ইসলাম স্বপন মন্ডল মৃত্যুঞ্জয় স্কুলকেন্দ্রে ভোট দিয়েছেন। নিজ কেন্দ্রে মাত্র তিনটি ভোট পেয়েছেন তিনি। এ কেন্দ্রে ৮৯৪ ভোট পেয়ে প্রথম অবস্থানে ইকরামুল হক টিটু আর ১৭১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে সাদেকুল হক খান মিল্কী। আর এহতেসামুল আলম ৩৬ ও মো. রেজাউল হক খান ৬ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে ২ হাজার ১৬৫ ভোটারের মধ্যে ১ হাজার ১১৩টি ভোট পড়েছে। ভোটের হার ৫১.৪১ শতাংশ। মো. রেজাউল হক খান ভোট দিয়েছেন নাসিরাবাদ কলেজিয়েট স্কুল (আকুয়া মাদ্রাসা কোয়ার্টার) কেন্দ্রে। নিজ কেন্দ্রে তিনি পেয়েছেন মাত্র ১২ ভোট। পক্ষান্তরে ইকরামুল হক টিটু পেয়েছেন ৮৭৩ ভোট। এ কেন্দ্রে সাদেকুল হক খান মিল্কী ২৭৬, এহতেসামুল আলম ৪৯ ও শহিদুল ইসলাম স্বপন মন্ডল ২ ভোট পেয়েছেন। ৩ হাজার ১৫২ ভোটারের এ কেন্দ্রে ১ হাজার ২১৬টি ভোট পড়েছে। চারটি বাতিল ভোট বাদ দিয়ে বৈধ ভোটের সংখ্যা ১২১২টি। ভোট পড়ার হার ৩৮.৫৮ শতাংশ।