ঘরে ঢুকে লুটপাট শেষে কলেজছাত্রকে হত্যা


পড়াশোনার পর রাতের খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল কলেজছাত্র মাহিউস সোনান চৌধুরী। গভীর রাতে গ্রিল কেটে ঘরে ঢুকে লুটপাট শুরু করে একদল দুর্বৃত্ত। ঘুম থেকে জেগে বিষয়টি টের পেয়ে মুখোশ পরা দুর্বৃত্তদের বাধা দেয় সে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। ঘরে পড়ে থাকে সোনানের মরদেহ। সোমবার সকালে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লাপাড়া এলাকার বাড়ি থেকে মাহিউস সোনান চৌধুরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সে এলাকার প্রয়াত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল সোনান। সোনানের মা মেহজাবিন বলেন, ‘রোববার গভীর রাতে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। তারা আমার চোখ বেঁধে ফেলে। মুখে মুখোশ ছিল। এ সময় আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা লুট করে। একপর্যায়ে আমার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।’ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর মা একটি মামলা করেছেন।