বাবাকে খুঁজে পেতে জাবি অধ্যাপকের আকুতি


নিখোঁজ পিতাকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক উবাইদুর রহমান সিদ্দিকী। বুধবার সকাল ১০টায় রাজধানীর আরামবাগে তার মেয়ের বাসা থেকে পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সফিজ উদ্দিন বের হয়ে আর ফিরে আসেননি। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সফিজ উদ্দিনের বয়স ৮১ বছর। তিনি আরামবাগের নটরডেম কলেজ সংলগ্ন বাসা থেকে হারিয়ে যান। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং গুছিয়ে কথা বলতে পারেন না। উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। তার পড়নে ছিল, টুপি, নীল রঙের ফতুয়া ও একই রঙের লুঙ্গি। অধ্যাপক উবাইদুর রহমান সিদ্দিকী বলেন, তিনি সাভারের অরুনাপল্লীর বাসার ঠিকানাও বলতে পারেন না। তবে স্থায়ী ঠিকানা হয়তো বা বলতে পারবেন। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের দৌলতপুর থানার লাউতারা গ্রাম। এছাড়া মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ মতিয়ার রহমান ও আবুল কালাম আজাদের সঙ্গেও যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।