সিরাজদিখানে হারানো মোবাইল উদ্ধার।


সিরাজদিখানে হারানো মোবাইল উদ্ধার।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে বুজিয়ে দিলেন পুলিশ। শুক্রবার ১৭ মার্চ বিকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেইট এলাকায় উদ্ধার হওয়া হারানো মোবাইলটি মালিকের হাতে তুলে দেন সিরাজদিখান থানার এএসআই মো: আমজাদ ফকির।সাধারণ ডাইরী সুত্রে জানাযায়, জুরেন ভক্ত (৫১), পিতা-মৃত প্রহলাল ভক্ত, মাতা-মৃত সুরবালা ভক্ত গ্রাম-বড় শিকারপুর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ এর ব্যাবহৃত মোবাইলটি SAMSUNG Galaxy A13 মডেলের IMEI নং 1:356990913131902, সিমসহ গত ০৫/০৯/২০২২ইং তারিখে অনুমান সকাল ১১ টার দিকে বাসা হতে হারিয়ে যায়। সে অনেক খোজাখোজি করে না পেয়ে সিরাজদিখান থানায় সাধারণ ডাইরী করেন। পরে সিরাজদিখান থান পুলিশ মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়।