ইমরান খানকে ‘ঘরের শত্রু’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের দিনকাল মোটেও ভালো কাটছে না। প্রায় প্রতিদিনই ক্ষমতাসীন জোটের নেতাদের কাছ থেকে বাঁকা কথা শুনছেন তিনি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে ‘ঘরের শত্রু ’বলে অভিহিত করে বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও ভয়ংকর। প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যম জিও নিউজের অনুষ্ঠান ক্যাপিটাল টকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, মানুষ এখনো ঘরের শত্রুকে (ইমরান খান) চিহ্নিত করতে পারেনি। তার মতে, মানুষ ইমরান খানের আসল রূপ সম্পর্কে অবগত নয়। গত ৯ মে\'র ঘটনাগুলোকে \'বিদ্রোহ\' হিসেবে অভিহিত করে খাজা আসিফ বলেন, ভেতরের শত্রুরা দেশের একতা ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছে।