‘ক্রিকেটাররা হয়তো চায় না টেস্ট ম্যাচ খেলতে’


ক্রিকেটাররা হয় টেস্ট খেলতে চান না অথবা তাদের অন্য কোনো সমস্যা রয়েছে। এমনটি মনে করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এদিকে লিটন দাসের টানা ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু একটা সমস্যা হচ্ছে লিটনের। এজন্যই তাকে ওয়ানডে থেকে বাদ দিয়েছি। টেস্টেও ওকে না খেলালে ভালো হতো। তাকে বিশ্রাম দিলে ভালোভাবে ফিরে আসতে পারত।’ আগেরদিন সিলেটে বাংলাদেশ প্রথম টেস্টে শোচনীয়ভাবে ৩২৮ রানে হেরেছে শ্রীলংকার কাছে। এমন হার নিয়ে ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, ‘হেরেছে, এটা কোনো সমস্যা নয়। সমস্যা হলো হারের ধরন নিয়ে। যেভাবে তারা খেলেছে, তাদের মানসিকতা, মনোভাব, শট নির্বাচন এসব বিচ্ছিরি ছিল দেখতে। দেখে মনে হয়েছে যেন তারা টেস্ট খেলতে চায় না। অথবা এমনও হতে পারে যে, তাদের অন্য কোনো সমস্যা রয়েছে।’ নাজমুল হাসান, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সভাপতি, দলে সিনিয়র ক্রিকেটারদের না থাকা এবং পেস সহায়ক উইকেটে টেস্ট ম্যাচ খেলা সম্পর্কে বলেন, ‘সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিমের মতো খেলোয়াড়রা দলে নেই। এছাড়া আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের উইকেটে খেলছি। এই উইকেটে যারা খেলছে, তাদের জন্য এটি নতুন অভিজ্ঞতা।’ লিটন প্রসঙ্গে তার অভিমত, ‘ওকে টেস্ট ম্যাচে না খেলালেই ভালো হতো।’