চট্টগ্রামে আজ ‘ফাইনাল’


টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের দলে জায়গা হারিয়েছেন ওপেনার লিটন দাস। রোববার অনুশীলনের সময় চোট পাওয়ায় আজ অলিখিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না ডান-হাতি পেসার তানজিম হাসান সাকিবেরও। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তিনশ ছুঁইছুঁই রান করেও হেরেছে বাংলাদেশ। দুটি দিবা-রাত্রির ম্যাচের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ সকাল ১০টায়। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ছিটকে গেছেন তানজিম। তার বদলে দলে ফেরানো হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান হ্যামস্ট্রিংয়ে টান লাগার ব্যাপারটিই নিশ্চিত করলেন। তিনি বলেন, ‘ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অসুস্থ বোধ করছে তানজিম। আগামীকালের (আজ) ম্যাচ খেলার জন্য সে ফিট নয়।’ প্রথম দুই ম্যাচে একাদশে জায়গায় হয়নি বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। শেষ ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল। এছাড়া লিটন বাদ যাওয়ার সৌম্য সরকারের সঙ্গে আজ ওপেনিংয়ে এনামুল হক বিজয় কিংবা তানজিদ হাসান তামিমের মধ্যে একজনকে দেখা যেতে পারে। লিটনের জায়গায় মিডল অর্ডার ব্যাটার জাকের আলীকে দলে নেওয়া হলেও সংশয় রয়েছে। তবে সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নামিয়ে জাকেরকে একাদশে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া ডান-হাতি পেসার হাসান ছন্দ হারিয়ে ওয়ানডে দলে জায়গা হারিয়েছিলেন। এবারের ঢাকা লিগে প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে ১০ ওভারে মাত্র ১৫ রানে চার উইকেট নেন তিনি। এই ইনিংসেই তিন আবার দলে ফিরেছেন। এদিকে বাংলাদেশের মতো চোট সমস্যায় আক্রান্ত শ্রীলংকা দলও। গতকাল সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলংকা ক্রিকেট জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজে আর খেলবেন না তাদের বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা। প্রথম দুটি ম্যাচে চট্টগ্রামে রাতের শিশির ব্যবধান গড়ে দিয়েছে। শেষ ম্যাচে সেই সমস্যা নেই। দিনের ম্যাচ হওয়ায় দুদলের জন্যই সমান সুযোগ থাকবে। তবে চট্টগ্রামে বরাবরই পরে ব্যাট করা দল বাড়তি সুবিধা পায়। সিলেটে টি ২০তেও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। সেই ম্যাচে জয় পায় সফরকারীরা। ওয়ানডে সিরিজেও একই সমীকরণে এবার আত্মবিশ্বাসী বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমরা ১০০ ভাগ আশাবাদী সিরিজটি জিতব।’ মিরাজ বলেন, ‘শেষ ম্যাচটি দিনের খেলা। এই সময় কেমন কন্ডিশন থাকে আমরা জানি। অবশ্যই আমাদের সুবিধা থাকবে। আগামীকালের (আজ) ম্যাচটি ভালো খেলার চেষ্টা করব।’ ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে সমতায় ফেরানোর পর শ্রীলংকাও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা যে কঠিন চ্যালেঞ্জ সেটাও জানেন অধিনায়ক কুশল মেন্ডিস।