চাঁদপুরে হরিণা নৌপুলিশের অভিযানে ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ


চাঁদপুর হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। চিংড়িগুলো ৪টি বক্সের মোট ১২টি ককসিটে রাখা ছিলো। ২ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত দেড়টায় যশোর হতে চট্টগ্রাম অভিমুখী দিদার গাড়িতে হরিণাঘাটে তল্লাশী করে এই চিংড়ি জব্দ করা হয়। তবে চিংড়ির কেউ মালিক দাবী না করায় তাৎক্ষণিক কাউকেই আটক করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস বলেন, ঢাকা মেট্রো-ব -১৫-৯১৪৭ যাত্রীবাহী দিদার পরিবহনের ৪টি বক্স চেক করে ১২ টি ককসেটে আনুমানিক ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছি। তবে চিংড়ির প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসময় পরিবহন বাসটির সংশ্লিষ্টদের সতর্কতার সাথে মালামাল পরিবহনের নির্দেশনা দিয়েছি। হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির সাথে কোস্টগার্ডের চাঁদপুর ষ্টেশনের সদস্যরা যৌথভাবে অভিযান করেন।