জবিছাত্রী অবন্তিকার আত্মহত্যা: কুমিল্লায় প্রক্টর-সহপাঠীর রিমান্ড


কুমিল্লায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার একটি আদালত। সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুলিশ দুইজনকে আদালতে নিয়ে আসে। এ সময় তাদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। প্রথমে তাদের কোর্ট পুলিশ পরিদর্শক মুজিবুর রহমানের কক্ষে রাখা হয়। পরে আদালতে উপস্থাপন করা হয়। কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তাদের গ্রেফতারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির কাছ থেকে দুজনকে কুমিল্লায় নিয়ে আসে। এর আগে শনিবার রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নুরুর রহমান বলেন, সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন এবং সহপাঠী আম্মানের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা আরও বেশি দিন রিমান্ড দাবি করেছিলাম। আদালত বিধি অনুযায়ী রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করি পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে ঘটনার রহস্য উন্মোচন হবে। আমরা ন্যায়বিচারের জন্য আইনি লড়াই অব্যাহত রাখব। উল্লেখ্য, শুক্রবার রাতে কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকার অরণি নামের ভাড়া বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্য সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করেন। এরপর দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতেই জবি প্রশাসন অবন্তিকার সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। পরদিন তাদের গ্রেফতার করে ডিএমপি।