ড. ইউনূসের পুরস্কার নিয়ে যা জানালেন ইসরাইলি সেই ভাস্কর


ইসরাইলি এক ভাস্করের দেওয়া ‘ট্রি অব পিস’ পুরস্কারটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ সংস্থা ইউনেস্কোর পুরস্কার বলে দাবি করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টার থেকে গত ২১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়; কিন্তু বুধবার জানা গেল ভিন্ন তথ্য। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ড. ইউনূসকে ইউনেস্কো থেকে পুরস্কার দেওয়া হয়নি। এটি নিয়ে ড. ইউনূস প্রতারণা ও পরিকল্পিত মিথ্যাচার করেছেন। ইউনেস্কো ঢাকা অফিস জানিয়েছে- প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এ বিষয়ে একেবারেই অবহিত নয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজামী গনজবী ইন্টারন্যাশন্যাল সেন্টারের আমন্ত্রণে ইসরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের ড. ইউনূসকে এটি দেন। মিস হেদভা সের ইউনেস্কোর সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক গুইউইল অ্যাম্বাসেডর, কিন্তু ইউনেস্কোর কোনো প্রাতিষ্ঠানিক প্রতিনিধি নন এবং ইউনেস্কোর কোনো সম্মাননা দেওয়ার এখতিয়ার রাখেন না। মিজ হেদভা নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন যে ড. মুহাম্মদ ইউনূসকে \'ট্রি অব পিস\' প্রদানে ইউনেস্কোর কোনো সম্পৃক্ততা ছিল না। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমের পক্ষ থেকে ইসরাইলি ভাস্কর হেদভা সেরের কাছে ই–মেইলে জানতে চাওয়া হয়। ফিরতি মেইলে তিনি জানিয়েছেন, ‘ট্রি অব পিস’ পুরস্কারটি ইউনেস্কো নয়, নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়। গত ২১ মার্চ ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজারবাইজানের বাকুতে ১৪–১৬ মার্চ একাদশ বিশ্ব বাকু ফোরামে অংশ নিয়ে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিনে তাকে ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়। এই সম্মেলনে আয়োজক ছিল নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার।