ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখাল ইসলামাবাদ ইউনাইটেড


করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সোমবার মুলতান সুলতানসকে দুই উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সিজন নাইন জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। এই বিজয় উদযাপনের সময় দলটির খেলোয়াড়রা ফিলিস্তিনের পতাকা নেড়ে তাদের প্রতি সংহতি জানিয়েছেন। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশের জন্য খেলোয়াড়রা তাদের পিছনে পতাকা নিয়ে মাঠের চারপাশ ঘুরে বিজয় উদযাপন করেন। তবে উদযাপনের সময় ইসলামাবাদ ইউনাইটেড দলের শুধু পাকিস্তানি খেলোয়াড়দের পতাকা ওড়াতে দেখা গেছে। অর্থাৎ এ সময় তাদের সঙ্গে বিদেশি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন না। সোমবারের এই জয়ের মাধ্যমে ইসলামাবাদ ইউনাইটেড তৃতীয়বারের মতো পিসিএল শিরোপা জিতল। এর আগে তারা ২০১৬ ও ২০১৮ সালে বিজয়ী হয়েছিল। তাদের ধারাবাহিক সাফল্য দলটিকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দক্ষ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।