বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী


দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াশেকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। যিনি দেশের প্রথম সমকামী নারী সংসদ সদস্য। পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট সোফি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে তার এবং সোফির একটি ছবি পোস্ট করে ওং লেখেন- ‘আমরা আনন্দিত যে আমাদের অনেক পরিবার এবং বন্ধুরা আমাদের সঙ্গে এ বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে।’ দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পেনি এবং সোফি প্রায় দুই দশক ধরে একসঙ্গে রয়েছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে বিয়ে করেন তারা। ওং সেনেটে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। সোফি ও পেনির দুই মেয়ে- অ্যালকজান্দ্রার বয়স ১১ এবং হানার বয়স ৮ বছর। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম। ২০০২ সাল থেকে একজন লেবার সিনেটর, ওং হলেন প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি অস্ট্রেলিয়ান মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত হয়েছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিবাহ বৈধতা পায়। সমকামীদের বিয়ের দাবিতে আন্দোলনেও যুক্ত ছিলেন পেনি। এর আগে অস্ট্রেলিয়ার সমকামী ফুটবলার কাভালো প্রকাশ্যে তার সঙ্গীকে অন-পিচ প্রস্তাবের পরে বাগদান সারেন। স্টেডিয়ামটি যদিও খালি ছিল, সেই মুহূর্তের অপরিমেয় ভালোবাসা এবং সাহসে পূর্ণ ছিল যখন কাভালো বাগদানের ঘোষণা দিয়ে লেইটনকে প্রস্তাব দেওয়ার জন্য হাঁটু গেড়ে বসেছিলেন। কাভালো ২০২১ সালে সমকামী হিসেবে প্রকাশ্যে আসেন, গত বৃহস্পতিবার X-এ একটি পোস্টে সবাইকে চমকে দিয়ে এ-লিগ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে কাভালো লেখেন- পিচে এই বিশেষ মুহূর্তটি ভাগ করে নেওয়া ঠিক মনে হয়েছিল, যেখান থেকে এ সম্পর্ক শুরু হয়। সূত্র: এনডিটিভি