১ বছর পর টেস্ট দলে সাকিব, বাদ মুশফিক-হৃদয়


১ বছর পর টেস্ট দলে ফিরলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে রেখেই শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেন। দীর্ঘ ১২ মাস বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই তারকা ক্রিকেটার। গত বছরের ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন সাকিব। প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সাকিবের ফেরার ম্যাচে টেস্টে অভিষেক হতে যাচ্ছে পেসার হাসান মাহমুদের। তিনি ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও এখনও টেস্ট খেলার সুযোগ পাননি। সাকিবের ফেরা আর হাসান মাহমুদের অভিষেক হতে যাওয়া টেস্ট দলে নেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সিলেট টেস্টে খেললেও চট্টগ্রাম টেস্টে বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৩০ মার্চ চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা