একুশে পদকপ্রাপ্ত জালাল উদ্দিন খাঁ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যাপী কেন্দুয়ায় জালাল মেলা


নেত্রকোনার কেন্দুয়ায় উপমহাদেশের প্রখ্যাত মরমী বাউল সাধক, একুশে পদকপ্রাপ্ত আত্মসন্ধানী বাউল কবি জালাল উদ্দিন খাঁ\'র ১৩০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৩দিন ব্যাপী জালাল মেলার আয়োজন করা হয়েছেে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেসব্রিফিং করা হয়। এতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক তালুকদার বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, ২৫, ২৬,২৭ এপ্রিল এই তিনদিন ব্যাপী কেন্দুয়া জয়হরি স্পাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মেলা অনুষ্ঠিত হবে। তিনদিনের মেলার আয়োজনে দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহণে আলোচনা, জাতীয় ও স্থানীয় বাউলশিল্পীদের জালালগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীন মেলা ও পুতুল নাচের আয়োজন হতে যাচ্ছে। এছাড়াও, বর্ণিল এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে \"ভাবতরঙ্গ\" শিরোনামে একটি প্রকাশনা প্রকাশিত হতে যাচ্ছে। বর্ণাঢ্য এ জালাল মেলার যাবতীয় আয়োজনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে সকল গণমাধ্যমকর্মীগণকে তাঁদের নিজ নিজ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতির প্রসার ও বিকাশের মূল্যবান অংশীদার হবার জন্য বিনীত অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন তিনি। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদকর্মীরা।